
রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে গত তিন দিন ধরে ক্লাস বন্ধ থাকায় চরম ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রীদের একাংশ। প্রতিদিন কলেজে এসে তারা শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশে কলেজের অধ্যক্ষসহ সমস্ত অধ্যাপক-অধ্যাপিকাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে, ফলে কলেজে বর্তমানে মাত্র একজন অধ্যাপিকা রয়েছেন। এছাড়া, সেপ্টেম্বর মাসে গেস্ট লেকচারারদের চুক্তি শেষ হওয়ায় নতুন নিয়োগ না হওয়ায় তাদেরও কলেজে আসা বন্ধ হয়েছে।এই কারণে একজন অধ্যাপিকার পক্ষে পুরো কলেজের পাঠদান চালিয়ে নেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শনিবার, ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে কলেজ খোলার পরেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেবল এডুকেশন বিভাগের ক্লাস হয়েছে। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, দর্শনসহ অন্যান্য বিভাগের ক্লাস হয়নি। অনেক কক্ষও তালাবন্ধ অবস্থায় পাওয়া গেছে।

ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বক্তব্য: “তুঘলকি সিদ্ধান্তের কারণে আমাদের শিক্ষাব্যবস্থা লাটে উঠেছে। তিন দিন ধরে ক্লাস বন্ধ থাকার পাশাপাশি আগামী আরও কয়েক দিন অধ্যাপক-অধ্যাপিকারা কলেজে ফিরবেন না। তবে কলেজের এই সংকটের দায় নেবে কে?”
