
শনিবার সকালে পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ রেলস্টেশন সংলগ্ন এলাকায় অমৃতসর–সাহরসা গরিব রথ এক্সপ্রেস (ট্রেন নম্বর ১২২০৪)-এর একটি কোচে আচমকা আগুন লাগে। সকাল প্রায় ৭টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ট্রেনটি সে সময় আমৃতসর থেকে বিহারের সাহরসা অভিমুখে যাচ্ছিল।চোখের পলকে কোচের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ট্রেন থামানোর সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন মিলে যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে আনে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।রেল সূত্রে জানা গেছে, G-19 নাম্বারের এয়ার কন্ডিশন্ড কোচ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোচের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।ঘটনায় কোনো বড় ধরনের প্রাণহানি ঘটেনি। তবে একজন মহিলা যাত্রী হালকা আঘাত পেয়েছেন বলে জানা গেছে। ট্রেনের অন্যান্য যাত্রীদের বিকল্প কোচে স্থানান্তরিত করে যাত্রা পুনরায় শুরু করা হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। ওই কোচটি আপাতত সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।ঘটনার ফলে কিছুক্ষণের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সমস্ত কোচে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা চালানো হবে।

