
আমবাসা ব্লকের রাইপাশা এলাকার প্রায় হাজার পরিবার পারাপারের জন্য ভাঙা বাঁশের সাঁকোর কারণে দিশাহারা। সাঁকো কয়েক মাস আগে ভেঙে যাওয়ায় এলাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী আজ আসাম–আগরতলা জাতীয় সড়কের বেতবাগান এলাকার CRPF ক্যাম্প সংলগ্ন সড়কে অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মকর্তারা। দীর্ঘ আলোচনার পরে পূর্ত দপ্তরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ শেষ হয়। স্থানীয়রা স্টিলের স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।

