
রাজ্যের দুই বিশিষ্ট নৃত্যশিল্পীর প্রয়াণে যথাযথ সম্মান প্রদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।জানা গেছে, গত ৩ অক্টোবর প্রয়াত হন প্রথিতযশা নৃত্যশিল্পী হীরা দে। ‘দ্রৌপদীর নৃত্য’কে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। অপরদিকে, আরেক প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু ড. পদ্মিনী চক্রবর্তী ১৩ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।ত্রিপুরার নৃত্যজগতের উষালগ্নের অন্যতম প্রতিনিধি হিসেবে পদ্মিনী চক্রবর্তী আজীবন রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন।তবে এই দুই গুণী শিল্পীর প্রয়াণে রাজ্য সরকার ও তথ্য-সংস্কৃতি দপ্তর থেকে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়নি— এমনই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।তিনি বলেন, “এই দুই শিল্পী আরও অনেক বেশি সম্মানের যোগ্য ছিলেন। রাজ্য সরকারের এই নীরবতা হতাশাজনক।”এদিন তিনি তুলনা টানেন আসামের বরেণ্য শিল্পী জুবিন গর্গের প্রয়াণে সেই রাজ্যের সরকার ও সাধারণ মানুষের আবেগপূর্ণ শ্রদ্ধা নিবেদনের সঙ্গে। আশীষ সাহার বক্তব্য, “ত্রিপুরায় এমন গুণী দুই শিল্পীর মৃত্যুতেও প্রশাসনের এমন নির্লিপ্ততা অত্যন্ত দুঃখজনক।”
