
সোনামুড়া:গতকাল রাতে সোনামুড়া থানার পুলিশের বিশেষ টিমের অভিযানে এন. শ্রীনগরের বাসিন্দা মোঃ শুলেইমান হোসেন লস্কর হত্যা মামলার সঙ্গে যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, এনসি নগরের অবৈধ স্বর্ণের বিস্কিট ব্যবসাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ওই কিডন্যাপিং ও হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ইউএনসি নগর ফকিরা ধুলা এলাকার এক গোপন আড্ডা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার (নম্বর: TR-01CF-0626, সুজুকি ফ্রংক্স) এবং দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত ফোনগুলির ডেটা বিশ্লেষণ চলছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা ওই অবৈধ স্বর্ণ ব্যবসা চক্রের একাধিক সদস্যের নাম প্রকাশ করেছে। গোটা ঘটনায় বিএসএফ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তদন্ত এগিয়ে চলেছে। আগামীকাল অভিযুক্তদের উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হলেন—1️⃣ মোঃ সোহাগ খন্দকার @ সাগর মিয়া (২১) — বাসিন্দা: আড়ালিয়া উত্তরপাড়া, সোনামুড়া।2️⃣ মোঃ নবীর হোসেন (৩১) — বাসিন্দা: ইউএনসি নগর ফকিরা ধুলা, সোনামুড়া।উল্লেখ্য, এরা দু’জনেই পূর্বে NDPS মামলায় গ্রেফতার হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে সোনামুড়া থানায় তাদের জোরালো জিজ্ঞাসাবাদ চলছে।

