
রাজধানীর রাজনগর এলাকার বাসিন্দা কমলিকা দাস পশ্চিম থানায় অভিযোগ করেন, যে জলিল মিয়া (নিজেকে সুজিত দাস পরিচয় দিয়ে) তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি জানতে পারেন, জলিল মিয়া পরিচয় গোপন করে প্রতারণা করেছে। বাড়ি থেকে চলে যেতে চাওয়ার পর তিন দিন ধরে তাঁকে আটক রাখার অভিযোগ ওঠে।পুলিশ তদন্তে অভিযুক্ত জলিল মিয়া ও তার পিতা আটক হন। আজ পশ্চিম থানায় সদর SDPO দেবপ্রসাদ রায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান।
