
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নয়াদিল্লি সফর ও বি.এল. সান্তোষের সঙ্গে সাক্ষাৎনিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:আজ অর্থাৎ সোমবার, নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি.এল. সান্তোষ এর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সূত্রের খবর অনুযায়ী, এই সাক্ষাতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যে দলের কার্যক্রম ও ভবিষ্যতে বিজেপি কিভাবে আরও শক্তিশালী হবে সে বিষয়েও পরিকল্পনা আলোচনা করা হয়।

