দক্ষিণ জয়নগরে যুব কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মাহফিলে অতিথি ও ধর্মীয় বক্তারা।
আগরতলা:০৩ ডিসেম্বর ২০২৬: আগরতলার দক্ষিণ জয়নগর এলাকায় দক্ষিণ জয়নগর যুব কমিটির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এক ওয়াজ ও মাহফিল। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাহফিলকে কেন্দ্র করে গোটা এলাকায় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রভারি জসিম উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যরা। অতিথিরা মঞ্চে উপস্থিত থেকে আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সঠিক পথে চলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, রাজ্য ও সমাজের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দক্ষিণ জয়নগর যুব কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।
