অসুস্থ যুবতীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী
নিজস্ব প্রতিনিধি খোয়াই ১১ অক্টোবর :- নিজ বিধানসভার বাইরেও নজিরবিহীন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অসুস্থ এক যুবতীর চিকিৎসার জন্য নিজের এক মাসের বেতন ভাতা তুলে দিলেন অসুস্থ যুবতীর পরিবারের হাতে ।
শুধু নিজের বিধানসভাতেই নয় নিজ বিধানসভার বাইরেও অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। শনিবার সন্ধ্যায় খোয়াই বিধানসভার গনকীস্থিত কঠিন রোগে আক্রান্ত এক যুবতীর চিকিৎসার জন্য নিজের এক মাসের বেতন ভাতা তুলে দিলেন অসুস্থ যুবতীর পরিবারের হাতে । জানা গেছে খোয়াই বিধানসভার পুর পরিষদের ১৪ নং ওয়ার্ড এলাকার জনৈক স্বপন পালের কন্যা ঋতিকা পাল দীর্ঘ দিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন,বর্তমানে চিকিৎসার জন্য বহিরাজ্যে রয়েছে । ঋতিকার পিতা স্বপন পাল পেশায় একজন টিএসআর ঋতিকার চিকিৎসা করাতে গিয়ে নিজের জমানো অর্থ সম্পদ অবশিষ্ট যাই ছিল সবই ঋতিকার চিকিৎসাতে খরচ করে নিয়েছেন তাতেও সুস্থ হয়ে উঠেনি ঋতিকা । বর্তমানে ঋতিকার চিকিৎসার জন্য আরও পনের লক্ষের বেশী টাকার দরকার । অসহায় পিতা নিজের কন্যাকে বাঁচাতে হন্নে হয়ে দারে দারে সাহায্যের হাত পেতে বেড়াচ্ছিলেন,সেই খবর কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী র কাছে পৌঁছতেই,শনিবার সন্ধ্যায় ছুটে যান স্বপন পালের বাড়িতে এবং অসুস্থ ঋতিকার খোঁজ নেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং নিজের এক মাসের বেতন ভাতা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন ঋতিকার পিতা স্বপন পালের হাতে এবং ঋতিকার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। বিধায়ক পিনাকি দাস চৌধুরীর এই সহযোগিতায় অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বপন পাল।
