আগরতলায় যৌথ অভিযানে গ্রেফতার হওয়া JMB-যোগ সন্দেহভাজন জগির মিয়া (৩৩)।
আগরতলা | ৩০ ডিসেম্বর ২০২৫: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ত্রিপুরা রাজ্য পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ভোরে আগরতলা এলাকা থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (JMB)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।ধৃত ব্যক্তির নাম জগির মিয়া (৩৩)। তিনি হানিফ মিয়ার ছেলে এবং ওয়েস্ট জেলার ওয়েস্ট থানাধীন জয়পুর গ্রামের বাসিন্দা। আধিকারিকদের মতে, তাকে ৩০ ডিসেম্বর ভোরে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জগির মিয়া STF থানার মামলা নম্বর ০৬/২০২৫ (তারিখ ২৮.১২.২০২৫)-এর সঙ্গে যুক্ত। ওই মামলায় তার বিরুদ্ধে BNS ২০২৩-এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫০/১৫২/১১৩(৫) ধারা এবং UAPA ১৯৬৭-এর ১০/১৩/১৬/৩৮/৩৯/৪০ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, জগির মিয়া “ইমাম মাহমুদে কাফিলা” নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য, যা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (JMB)-এর আদর্শিক সম্প্রসারিত সংগঠন হিসেবে কাজ করে বলে গোয়েন্দা সূত্রের দাবি। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তের বাড়িতে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়মিত আসা–যাওয়া ছিল।এদিকে, আসাম থেকে আগত চারজন বিশেষ পুলিশ আধিকারিকের উপস্থিতিতে ধৃত অভিযুক্তকে ‘ট্রানজিট ডিমান্ড’-এর মাধ্যমে আগরতলা থেকে আসাম রাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে তোলা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে আগরতলা ও ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা।বিস্তারিত আসছে…
