দাবি তুলে ধরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন অল ত্রিপুরা অপ্টোমেট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আগরতলা, ১৫ ডিসেম্বর:ত্রিপুরা রাজ্যে অ্যালায়েড ও হেলথকেয়ার পেশাজীবীদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে আজ সাংবাদিক সম্মেলন করল All Tripura Optometry Association (ATOA)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, Tripura State Allied & Healthcare Council (TSAHC) কার্যকরভাবে পুনর্গঠন না হওয়ায় পেশাগত নিবন্ধন, নিয়োগ ও স্বীকৃতির ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি হয়েছে।সংগঠনের দাবি, NCAHP Act, 2021 অনুযায়ী রাজ্যে সক্রিয় কাউন্সিল থাকা বাধ্যতামূলক হলেও ত্রিপুরায় তা এখনও বাস্তবায়িত হয়নি। এর ফলে সরকারি হাসপাতাল, CHC ও PHC-গুলিতে অপ্টোমেট্রিস্টের ঘাটতি দেখা দিয়েছে। চোখের রোগ নির্ণয়, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং NPCB&VI কর্মসূচির কাজ ব্যাহত হচ্ছে।ATOA আরও জানায়, রাজ্যে পর্যাপ্ত প্রশিক্ষিত অপ্টোমেট্রি গ্র্যাজুয়েট থাকলেও নিয়োগের অভাবে তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। অবিলম্বে TSAHC পুনর্গঠন ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অপ্টোমেট্রিস্ট নিয়োগের দাবি জানানো হয়
