খাদে উল্টে পড়া তীর্থযাত্রীদের বাস—মৃত্যুর করাল ছায়া ঘটনাস্থলে।
১২ ডিসেম্বর: ভোরবেলায় অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চিত্তুর থেকে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভরমের পথে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে গড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর প্রায় সাড়ে ৫টায় তুলসিপাকালু গ্রামের কাছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটিতে ৩৫ জন তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ জারি রয়েছে।
বিস্তারিত আসছে……
