দিল্লির অনুষ্ঠানে উপস্থিত স্মৃতি মন্ধানা—ক্রিকেটই জীবনের সবচেয়ে বড় ভালোবাসা জানালেন তারকা ব্যাটার
বিয়ে ভাঙার পর প্রথমবার জনসমক্ষে দেখা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা স্মৃতি মন্ধানা। দিল্লির এক অনুষ্ঠানে হাজির হন বিশ্বজয়ী এই ক্রিকেটার। সেখানে অধিনায়ক হরমনপ্রীত কৌরকে দেখেই জড়িয়ে ধরেন স্মৃতি। আর সেখানেই জীবনের ‘একমাত্র ভালোবাসা’র কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।২৩ নভেম্বর গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের কথা ছিল স্মৃতির। গায়ে হলুদ, মেহেন্দি—সব অনুষ্ঠানই জাঁকজমক করে হয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। বিয়ে স্থগিত হয়। পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।কিন্তু পরে প্রকাশ্যে আসে আরও বিস্ফোরক তথ্য—বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা। ফাঁস হয় অন্য এক মহিলার সঙ্গে তাঁর চ্যাটও। নেটিজেনদের মতে, এই কারণেই সম্পর্কে ইতি টেনেছেন স্মৃতি। রবিবার ইনস্টাগ্রামে দীর্ঘ নোটে স্মৃতি জানান, তিনি বিয়ে ভাঙছেন। পলাশও সোশ্যাল মিডিয়ায় সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেন।এরপরেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েন স্মৃতি মন্ধানা।দিল্লির অনুষ্ঠানে তিনি বলেন,“আমার মনে হয় না ক্রিকেটের চেয়ে বেশি আর কিছু ভালোবাসি। ভারতের জার্সিই আমাদের মোটিভেশন। সমস্ত সমস্যার বাইরে গিয়ে একটাই জিনিসে ফোকাস করি।”এতেই বুঝিয়ে দিলেন—পলাশ অধ্যায় তাঁর জীবনে সম্পূর্ণ অতীত। এখন তাঁর একমাত্র লক্ষ্য ২২ গজে আবার সেরা ফর্মে ফেরা। আগামী ২১ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে। ইতিমধ্যেই ১৫ জনের দল ঘোষণা হয়েছে। দুঃস্বপ্নের দিন ভুলে এবার সেই সিরিজেই নজর রাখছেন স্মৃতি মন্ধানা।
