শ্বেতমহলে ইউনিটি প্রমো ফেস্ট–২০২৫-এর চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দপ্তরের আধিকারিকরা
আগামীকাল রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে “ইউনিটি প্রমো ফেস্ট – ২০২৫”-এর মনোজ্ঞ, বর্ণাঢ্য ও জমকালো সমাপনী অনুষ্ঠানকে নিখুঁতভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ প্যালেস কম্পাউন্ডস্থিত শ্বেতমহলে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড কর্পোরেশনের অধিকর্তার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ চূড়ান্ত প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা সহ বিভিন্ন বিভাগ ও সকল স্তরের আধিকারিকরা।সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাপনী অনুষ্ঠানের নিরাপত্তা, মঞ্চ সাজসজ্জা, দর্শক ব্যবস্থাপনা, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে টেকনিক্যাল কার্যক্রম—সবকিছুর অগ্রগতি ও দায়িত্ব বণ্টন পর্যালোচনা করা হয় বলে বৈঠক সূত্রে জানা যায়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, “ইউনিটি প্রমো ফেস্ট–২০২৫ ত্রিপুরার পর্যটন ও সংস্কৃতি বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করছে। সমাপনী অনুষ্ঠানটি যাতে দর্শক–অতিথিদের জন্য স্মরণীয় হয়ে ওঠে, তার জন্য দপ্তরের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।”আগামীকালের জমকালো সমাপনীতে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, পর্যটন প্রদর্শনী, আলোকসজ্জা, ভিজ্যুয়াল–শো সহ একাধিক আকর্ষণ।

